ইসমাইল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ সহ সারা দেশের ন্যায় ভালুকায় বিট পুলিশের আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলানায়তনে মডেল থানা ওসি মাইন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। বিশেষ অতিথর বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা পৌর মেয়র ডা. এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, ভালুকা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, ভালুকা সরকারি কলেজের (সাবেক) অধ্যক্ষ আলহাজ্ব সাইদুর রহমান প্রমূখ ।
এ সময় পৌর যুবলীগের (সাবেক) সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র সভাপতি সাদিকুর রহমান তালুকদারসহ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উপজেলার ১১টি ইউনিয়নে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশের আয়োজন করেন।
Leave a Reply