আব্দুর রাজ্জাক কাজল ভুরুঙ্গামারী প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় দ্বিতীয় ধাপে সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচন ১১ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। এ ৭ টি ইউনিয়ন পরিষদ হচ্ছে আন্ধারীঝাড়, জয়মনিরহাট, বঙ্গসোনাহাট, ছিটপাইকেরছড়া, বলদিয়া, চর ভূরুঙ্গামারি ও তিলাই ইউনিয়ন পরিষদ। উপজেলায় ১০ টি ইউনিয়ন পরিষদ থাকলেও ভারতের সাথে ছিটমহল বিনিময়ের কারণে ছিটমহলের অন্তর্ভুক্ত হওয়ায় ভোটার তালিকা হালনাগাদ সহ আনুষঙ্গিক অন্যান্য কারণে তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন এই ধাপে অনুষ্ঠিত হচ্ছে না। বাকি সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৩৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৪ জন, ও সাধারণ সদস্য পদে ২০৯ জন প্রতিদ্বন্দ্বীতায় অংশগ্রহণ করবেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা ৬৭, রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কমিশনার মোঃ মশিউর রহমান এর তত্ত্বাবধানে প্রিজাইডিং অফিসার ৬৭ জন, সহ-প্রিজাইডিং অফিসার ৩৩৩, পোলিং এজেন্ট ৬৬৬, প্রায় ৬ শত পুলিশ সদস্য, ১১৩৯ জন আনসার ভিডিপি সদস্য, বিজিবি ও রেপিড এ্যকশন ব্যাটেলিয়ন, বিভিন্ন সাংবাদিক সংস্থার সাংবাদিক এর সমন্বয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এতে পুরুষ ভোটারের সংখ্যা ৫৬৫৮৬ জন ও নারী ভোটারের সংখ্যা ৫৮৮৫০ । এই উপলক্ষে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা ভুরুঙ্গামারী থানার আয়োজনে ১০ নভেম্বর বুধবার সকাল দশটায় প্রধান অতিথির বক্তব্যে সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সু-সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্র অনুযায়ী ভোটকেন্দ্রসহ আশপাশ এলাকায় নির্বাচনের পূর্বে নির্বাচনের দিন এবং নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে কুড়িগ্রাম জেলা পুলিশ কর্তৃক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন।
এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান বলেন, আশা করছি শঙ্কামুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..