*ভূমিদস্যু শামীমের অত্যাচার থেকে রক্ষা পেতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর নিরাপত্তা চেয়ে আবেদন*
ঝিনাইদহ প্রতিনিধি –
ভূমিদস্যু শামিমুল ইসলাম শামিম এর চাঁদাবাজি, অত্যাচার ও হুমকি থেকে বাঁচতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছে ৮ জন ভুক্তভোগী। তারা সকলে শৈলকুপার হাট ফাজিলপুর গ্রামের সংখ্যালঘু আদিবাসি সম্প্রদায়ের বাসিন্দা।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর উক্ত লিখিত অভিযোগে উল্লেখ্য করা হয়, জেলার শৈলকুপা উপজেলার হাট ফাজিলপুরের মৃত আব্দুস সাত্তারের ছেলে শামিদুল ইসলাম শামিম, সেখানকার ক্ষুদ্র আদিবাসি সম্প্রদায়ভুক্ত সংখ্যালঘু অবহেলিত জনপদের বাসিন্দাদের বিভিন্ন সময়ে অমানবিক অত্যাচার করছে।
অভিযোগে ঐ এলাকার মৃত সুধীর সর্দ্দারের ছেলে গণেশ সর্দ্দার জানান, ভূমিদস্যু শামিম এর নিকট থেকে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা পরিশোধ করে ০৩ (তিন) শতক জমি ক্রয় করি। এরপর বসতভিটা তৈরি করে দীর্ঘদিন যাবত বসবাস করছি কিন্তু বারবার তাগাদা দিলেও শামিম জমি রেজিষ্ট্রেশন করে দিচ্ছে না। এমনকি জমি রেজিস্ট্রেশনের কথা বললে বিভিন্ন ধরনের হুমকি-প্রদানসহ আমি এবং আমার স্ত্রীকে একাধিকবার মারপিট করেছে।
এদিকে ভূমিদস্যু শামিমুল ইসলাম শামিমের ২ প্রতিবেশী মৃত কুন্ঠে সর্দ্দারের ছেলে শ্যামল সর্দ্দার এবং মৃত শ্রীকান্ত সর্দ্দারের মেয়ে দূর্গা রানী সর্দ্দার জানান, আমরা আদিবাসী সম্প্রদায়ভুক্ত হওয়ায় শামিমুল ইসলাম শামিম বিভিন্ন সময় আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকার করলে আমাদের হুমকি প্রদান করে আসছে।
অভিযোগ পত্রে আরো উল্লেখ করা হয়, খোকন সর্দ্দার ও অমল সর্দ্দার নামের দুই দিন মজুরের জমি বিক্রয়ের সময় শামিমুল ইসলাম শামিম চাঁদা দাবী করেন। এমনকি চাঁদা না পেয়ে শামিম তাদের হুমকি দিয়ে আসছে। এছাড়া শামিমুল ইসলাম শামিম আদিবাসি সংখ্যালঘু ট্যাঙ্গরা বিশ্বাস এর নিকট থেকে জমি বিক্রয় করেন। পরবর্তীতে ট্যাঙ্গরা বিশ্বাস জমি রেজিস্ট্রেশনের আগেবমারা গেলে জমিটি দখল করে নিয়েছে ভূমিদস্যু শামিম। ইতিপূর্বে প্রবীর সর্দ্দার, শ্যামল সর্দ্দার ও দুর্গা রানী সর্দ্দারসহ আরো অনেকের বিরাদ্ধে থানা পুলিশের নিকট মাদক ব্যবসায়ী এ মর্মে মিথ্যা অভিযোগ করেন শামিমুল ইসলাম শামিম। পরবর্তীতে পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা খুঁজে পায়নি।
লিখিত অভিযোগ পত্রে আরো উল্লেখ করা হয়, হাট ফাভিপপুর আদিবাসি পাড়ায় প্রায় ৫০ টি পরিবারের বসবাস। শামিমুল ইসলাম শামিম এর চাঁদাবাজি ও জমি দখলের জন্য প্রতিটি পরিবার আজ অসহায় ও মানবেতর জীবনযাপন করছে। তাছাড়া সংখ্যালু সম্প্রদায়ভুক্ত হওয়ায় শামিম তাদের এদেশ ছেড়ে ইন্ডিয়া চলে যাবার জন্য চাপ প্রয়োগসহ হুমকি প্রদান করছে।
ভূমিদস্যু শামিমুল ইসলাম শামিমের অত্যাচার ও হুমকি থেকে বাঁচতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর দ্রুতই পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা হাট ফাজিলপুর গ্রামের সংখ্যালঘু আদিবাসি সম্প্রদায়ের বাসিন্দাদের।