ভূরুঙ্গামারীতে দুই পরিবারে করোনা শনাক্ত ৭ এবং টানা ভারি বর্ষণে বন্যার পূর্বাভাস
কাজল,ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলায় রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে দশ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৪ জুলাই রোববার ৭ জন করোনা শনাক্ত হন বলে জানায় উপজেলা স্বাস্থ্য।
উপজেলা স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনা বলেন, ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের একটি পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের দুই মেয়ে করোনা শনাক্ত । অপর দিকে আন্ধারীঝাড় ইউনিয়নের বীরবাড়ুইটারী গ্রামের একটি পরিবারের তিন জন সদস্য করোনা আক্রান্ত শনাক্ত হয়।
অপর দিকে উপজেলায় গত কয়েক দিনের টানা ভারি বৃষ্টিতে ও উজানের ভারী ঢলে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে।দুধকুমার নদ ,কালজানী, গদাধর নদের পানি বৃদ্ধি হওয়ায় উপজেলা পাইকেছছড়া,চরভূরুঙ্গামারী,বঙ্গোসোনাহাট,বলদিয়া,তিলাই,সদর ও আন্ধারীঝাড় ইউনিয়নের কিছু কিছু জায়গা প্লাবিত হয়েছে।
জেলা পানি উন্নয়ন বোড বলেছে দুধকুমার নদের পানি (নুন খাওয়া পয়েন্ট) ২৫.৯৮ সেন্টিমিটার বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।আগামী এক সপ্তাহের ভিতরে বন্যার আভাস পাওয়া যাচ্ছে ।
Leave a Reply