আব্দুর রাজ্জাক কাজল সরকার ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কয়েক মাস থেকেই ব্যবসা প্রতিষ্ঠান,বসত বাড়ি,গরু ছাগল,আবাদি ফসল ঘরে জমানো টাকাসহ পুড়ে ছাই হয়ে যাচ্ছে।অর্থনৈতিক ভাবে সংকটে পরে যাচ্ছে গ্রামের খেটে খাওয়া চাষি ছোটো ছোটো ব্যবসায়ীরা।অনেকেই ব্যাংক এনজিও থেকে লোন নিয়ে শুরু করেছে ব্যবসা।ব্যবসায়ী ও গরু খামারীরা লোন নিয়ে পরেছে বিপাকে দোকান নেই গরু নেই কি বিক্রি করে পরিশোধ করবে এ লোন।
বৃহস্পতিবার ২৮ অক্টোবর রাত জখন প্রায় দু’টো ঠিক সে সময়ে উপজেলার কুরার পার স্থানে ১২ টি দোকানে আগুন লাগে।স্থানীয়রা আগুন নিভানোর অনেক চেষ্টা করেছে কিন্তুু আগুন দাও দাও করে জ্বলে উঠায় আগুন লাগার সব স্থানে যেতে পারেনি লোকজন।
স্থানীয়রা বলেছেন উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় পাশের উপজেলা ২০ কিলোমিটার দূরে নাগেশ্বরীতে ফোন দিলে দমকলকর্মী ঘটনা স্থলে পৌঁছাতে পৌঁছাতে লক্ষ লক্ষ টাকার মালামালসহ দোকান পুরে শেষ।
তাই স্থানীয়দের দাবী দ্রুত ফায়ার সার্ভিস ভূরুঙ্গামারী উপজেলায় স্থাপন হলে অনেকটাই সহজ হয়ে যাবে আগুন নেভানোর কাজ।আগুনে পুরে যাওয়া থেকে রেহাই পাবে বসত বাড়িসহ অনেক কিছু।