আব্দুর রাজ্জাক কাজল সরকার ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলায় ১১ নভেম্বর স্থানীয় পরিষদ নির্বাচন।সেই নির্বাচনকে সামনে রেখে ২২ অক্টোবর যাচাই বাচাই শেষে উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এজজন প্রার্থীর কাগজ ছারা আর অন্য কেনো প্রার্থীর কাগজ না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ নং ওয়াডের বীর মুক্তিযোদ্ধা মরহুম মঞ্জু আলীর বড় ছেলে জাহাঙ্গীর আলম( হ্যাপি) মেম্বার হিসেবে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওই এলাকায় খুশিতে আত্মহারা হয়েগেছে ভোটরা।খুশীতে খুশীতে মিষ্টিমুখ করা হয়েছে বিভিন্ন পারা মহল্লায়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি নব নির্বাচিত মেম্বার বলেছেন জনগন আমাকে যে ভালোবাসা দিলো বিনা ভোটে। আমি যেনো সৎ পথে থেকে এর প্রতিদান দিতে পারি।সবাই আমার জন্য দোয়া করবেন।
cialis online purchase Sildenafil and tadalafil are two of the most common ED medications