
আশিক ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে সদর ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (স্থানীয় সরকার বিভাগ, স্মারক নং ৪৬.৪৯০০.০১৭.২৭.০০৪.২০২১-৪৩, তাং ১৭ জানুয়ারী- ২০২১) প্রজ্ঞাপন জারি করে তাকে বরখাস্ত করা হয়। উক্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ আবু জাফর রিপন স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে উক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেনের বিরুদ্ধে সাধারণ জনগণকে লাঞ্চিত, পুজা মন্ডপে দোকান সরানো, পল্লী বিদ্যুতের কর্মচারীকে শারীরিক লাঞ্চিত সহ চিকিৎসকদের হুমকী প্রদানের অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, প্রেসক্লাবের সম্পাদক এমদাদুল হক মন্টুকে হত্যা চেষ্টার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয় এবং তিনি গ্রেফতার হন। এমতাবস্থায় প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে দায়িত্ব পালন সমীচীন নয় মনে করে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা জানান,বরখাস্তের ব্যাপারে অফিসিয়ালি কোন চিঠি পাওয়া যায়নি। তবে সাময়িক বরখাস্তের কথা শুনেছি।
এ জাতীয় আরো খবর..
The temperature readings of the 2 days were averaged what is priligy dapoxetine 5 had positive serology and 0