আবদ্দুর ছাত্তার আব্বাসী সোহেল, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
এনায়েতপুর থানার অধীনস্থ এনায়েতপুর নতুন বাজারে-ছয়টি চাউলের দোকান, পুরাতন বাজারে দুইটি চাউলের দোকান ও খাজা ইউনুছ
আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালের সামনে দুইটি খাবার হোটেলে ভ্রাম্যমান আদালত বায়ান্ন হাজার একশত টাকা অর্থদন্ড করেছে।
রবিবার (১৭ই আগষ্ট) সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব লিয়াকত সালমান এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
পাট অধিদপ্তরের কর্মকর্তা জনাব মির্জা শফিকুর রহমান ও পেশকার জনাব জাহাঙ্গীর আলম জানান যে, গোপন তথ্যের ভিত্তিতে চাউলের দোকান ও খাবার হোটেলে এই অভিযান চালানো হয়।
এনায়েতপুর নতুন বাজারে চাউলের দোকানে চাউল ভর্তি নিষিদ্ধ প্লাষ্টিক বস্তা থাকার কারণে ছয়টি দোকানে তেত্রিশ হাজার টাকা
পুরাতন বাজারে চাউলের দোকানে চাউল ভর্তি নিষিদ্ধ প্লাষ্টিক বস্তা থাকার কারণে দুইটি দোকানে আট হাজার টাকা
খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালের সামনে দুইটি খাবার হোটেলে মানসম্মত খাবার ও পরিস্কার পরিচ্ছন্নতা না
থাকার কারণে এগারো হাজার টাকা এবং এক ব্যক্তি মাস্ক ব্যবহার না করার কারণে একশত টাকা সহ মোট বায়ান্ন হাজার টাকা অর্থদন্ড করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব লিয়াকত সালমান জানান যে, এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
পন্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০এর ১৪ ধারা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার আইন ৫৩ ধারায় এই অর্থদন্ড করা হয়।
উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা করেন পাট অধিদপ্তরের কর্মকর্তা জনাব মির্জা শফিকুর রহমান, জনাব রফিকুল ইসলাম, পেশকার জনাব জাহাঙ্গীর আলম এবং সিরাজগঞ্জ জেলার আইন শৃঙ্খলা বাহিনী।