চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যবসায়ী (৫৫) মারা গেছেন। গতকাল শনিবার রাত ১২টার দিকে নিজের বাড়িতে মারা যান তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহান করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ওই ব্যবসায়ীর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ব্যক্তি স্থানীয় একটি বাজারে কাপড়ের ব্যবসা করতেন। কয়েক দিন আগে ঢাকায় এক আত্মীয়ের বাসায় যান। গত বৃহস্পতিবার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তিনি বাড়িতে ফেরেন। গতকাল রাতে মারা যান তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে আজ রোববার সকালে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। মৃত্যুর তিন ঘণ্টার বেশি সময় পার হওয়ায় ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা যায়নি। তাঁর পরিবারের সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
এ নিয়ে এই উপজেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন ১৪ জন। আর কোভিড-১৯ রোগী মারা গেছেন সাতজন। গতকাল পর্যন্ত কোভিড–১৯ রোগীর সংখ্যা ৫৫।