![](https://i0.wp.com/surjodoy.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?ssl=1)
আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে ভোলা সাহার বাগ নামক স্থানে সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮ টার সময় মূলা ভর্তি একটি মিনি ট্রাকের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক ভাবে আহত হয়েছেন ৩ জন। আহতদের উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ২জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করেন। আহত এক জনের পরিবার ঢাকায় থাকায় তার পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যায়। আহতরা হলেন, মমতাজ হাসান- (৪৫) জামালপুর সদর,আব্দুস সালাম(৬০) জামালপুর,
আবুল কালাম আজাদ-(৫০),সরিষাবাড়ি, জামালপুর।
প্রত্যক্ষদর্শীরা জানান মধুপুর দিক হতে মূলা ভর্তি একটি মিনি ট্রাক যার নাম্বার ঢাকা মেট্টো-ন-১৮-৯৮৪৬, নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক টাঙ্গইল থেকে আসা প্রাইভেট কার যার নাম্বার ঢাকা মেট্টো-গ-২১-২৩৮৬ সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে প্রাইভেট কারটি ধুমরেমুচরে যায়। মিনি ট্রাকটি মধুপুর থানায় আটক আছে বলে জানিয়েছেন মধুপুর থানার এস আই হুমায়ুন কবির।
আহতদের পরবর্তী অবস্থা এখনও জানা যায়নি।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..
Leave a Reply