
মধুপুরের উপজেলা চেয়ারম্যান সস্ত্রীক করোনায় আক্রান্ত
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজক ছরোয়ার আলম খান আবু সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা পরিষদের সিএ মো. বেলাল হোসেন আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
বেলাল হোসেন জানান, কয়েকদিন আগে উপজেলা চেয়ারম্যানের স্ত্রী শাহীদা খানম ও তাঁর ছেলে শিহাব আলম খান ও তাঁর ছেলে শিহাব আলম খান সজীব করোনায় আক্রান্ত হন। তাঁরা হোম আইসোলেশনে থাকা অবস্থায় তাঁর স্ত্রীর অবস্থার অবনতি ঘটে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
বেলাল আরও বলেন, গত রোববার উপজেলা চেয়ারম্যান করোনার পজিটিভ রিপোর্ট আসে। বিকেলে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply