ইসমাইল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ গাজী হাসান কামাল বলেছেন তোমরাই তো একদিন দেশকে এগিয়ে নিয়ে যাবে, দেশের ভবিষ্যৎ হচ্ছ তোমরাই।
তিনি আরো বলেন, সুস্বাস্থ্যের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অপরিহার্য। পড়াশোনার মাধ্যমে জ্ঞান অর্জন হয় আর ক্রীড়া অনুসরণের মাধ্যমে দেহ ও মনকে সুস্থ ও সতেজ রাখা যায়।
তাই প্রত্যেক ছাত্র-ছাত্রীকে লেখাপড়ার পাশা পাশি নিয়মিত খেলাধুলাও করতে হবে। শনিবার সকালে আফরোজ খান মডেল স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আফরোজ খান মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আফরোজ উদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর কিরীট কুমার দত্ত, স্কুল পরিদর্শক ডঃ মুহাম্মদ দিদারুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মহসিনা খাতুন, আফরোজ খান মডেল স্কুলের নির্বাহী কমিটির সভাপতি হাসিনা আফরোজ খান।
স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আঠারোটি ইভেন্টে প্রায় ৪০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। যা উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও দর্শক অভিভাবকদের কাছে উপভোগ্য হয়। ক্রীড়া পরিচালনা করেন শামীম আল মামুন ও শাহিনুর আক্তার রতœা। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন সহকারি প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান ও সহকারি প্রধান শিক্ষক আজিজুল হক প্রমুখ।