ইসমাইল হোসেন (ময়মনসিংহ) :
ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে ডিমের খোশা সহ বিভিন্ন বর্জ্য সামগ্রী রেখে বায়ু দূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত না করে মহা সড়কের উপর ডিম খুশা মরা মুরগি রাতের আধারে গাড়ী ভরে চুরি ফেলে রেখে যায়। ফলে দুর্গন্ধ মহা সড়কের আশ-আপাশের বাড়ী, ঘরে এলাকার জনগণের চরম সমস্যার সৃষ্টি হয়।
এ ঘটনা দেখতে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালকের নেক নজর কামনা করে অনলাইন সংবাদ মাধ্যমে এলাকার জন সাধারণ।
পরিবেশ অধিদপ্তর যদি রাস্তায় নির্মাণ সামগ্রী রাখার দায়ে বায়ু দূষণের নিয়ন্ত্রন আইনে জরিমানা করতে পারে সেক্ষেত্রে সড়কে মরা মুরগি ও ডিমের বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করায বিধিমালা আইনে জমিমানা-প্রক্রিয়াজাত করণের ব্যবস্থায় মুরগি খামারে প্রতি নজরদারি একান্তই প্রয়োজন। ঘটনা পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালকের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার ভুক্তভোগী জনগণ।