ইসমাইল হোসেন , জেলা প্রতিনিধি ময়মনসিংহ
সদর মডেল থানাপুলিশের অভিযান সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্তসহবিভিন্ন অপরাধেরদায়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্তগত২৪ ঘন্টায়পৃথক এলাকা থেকে তাদের কে গ্রেফতার করেছেন পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান,পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান অব্যহত। তার অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে ১৭ জনকে গ্রেফতার করেছে।
অভিযানে এস আই কামরুল হাসানের নেতৃত্বে একটি টিম আকুয়া বোর্ডঘর এলাক থেকে হত্যা মামলার আসামী সুজন, এস আই ত্রিদীপ কুমার বীরের নেতৃত্বে একটি টীম চরপাড়া মোড় সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের সামন থেকে মাদক মামলার আসামী মোঃ রুমান কে ৯৫ পিস নেশাজাতীয় ইনজেকশন সহ, এস আই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম হইতে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ খোকন, চান মিয়া, এস আই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টিম পরানগঞ্জ বাজার এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ লাল চাঁন, এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম ময়মনসিংহ রেল ষ্টেশন সংলগ্ন পাবলিক টয়লেটের পাশ থেকে মাদক মামলার আসামী পলাশ দাসকে ১০ পিস ইয়াবাসহ, এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম কালিবাড়ী এলাকা থেকে অন্যান্য মামলার আসামী শাহ আলম, কাজল মিয়া, মোঃ মানিক মিয়া ওরফে ফালান, শ্রী শংকর, মোঃ নূর নবী, মোঃ নাদিম মিয়া, মোঃ আঃ রশিদ ও বাবুল ঘোষ, এসআই ত্রিদীপ কুমার বীরের নেতৃত্বে একটি টীম মেডিকেল কলেজ হাসপাতালের টিকেট কাউন্টারের সামনে রাস্তা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ সুরুজ মিয়াকে গ্রেফতার করে।
এছাড়া এস আই আশিকুল হাসান, এস আই কামরুল হাসান পৃথক অভিযানে সাজা প্রাপ্ত আরও দুই পলাতককে গ্রেফতার করে। তারা হলো,মোঃ সজিব ও মোঃ মাহমুদুল হাসান রাসেল। বুধবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ অভিযানে অব্যাহত রয়েছে বলে জানান।