ফুলপুরের ভাষা সৈনিক, সাবেক সংসদ সদস্য এম শামছুল হকের১৮তমমৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ মিলাদ,দোয়া মাহফিলের আয়োজন করেন।
গতকাল বিকাল তিনটায় ফুলপুর উপজেলা পরিষদ মিলনায়তন শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মো: শরীফ আহমেদ এমপি।
তিনি বলেন আমি আমার পিতার অসমাপ্ত কাজগুলি যাতে শেষ করতে পারি আমার পিতা ছিলেন গণমানুষের নেতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহচর। সারাজীবন তিনি বঙ্গবন্ধুর রাজনীতি করেছেন। মানুষের বিপদে ঝাপিয়ে পড়েছেন। আপনারা আমার পিতার জন্য দোয়া করবেন যাতে ওনার আত্মা চিরশান্তি পায় ও মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমি জননেত্রী শেখ হাসিনার নেক হায়াত কামনা করছি।
এই অনুষ্ঠানে আরো রাখেন ফুলপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, পৌর মেয়র মিঃ শশধর সেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য এ টি এম মনিরুল হাসান টিটু, জাতীয় শ্রমিক লীগের আহবায়ক এ টি এম রফিকুল করিম নোমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রোকেয়া পারভীন লাকী, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাঃ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, নারী নেত্রী বিউটি রাণী শিখা,কৃষকলীগের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম মড়ল এছাড়াও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে সভা পতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম আকন্দ। সঞ্চালনা করেন মোঃ আব্দুল খালেক সাহেব।