ময়মনসিংহের ভালুকায় মাটির গর্তে লুকিয়ে রাখা সাত টি গরু চুরির ঘটনায় জড়িত আরও দু চোর কে আটক করেছে মডেল থানা পুলিশ। আকট হলেন যারা তারা ময়মনসিংহের ত্রিশাল খাগাটি মধ্যপাড়া এলাকার আনছার আলীর ছেলে আসাদুল (৩০) রায়মনি মধ্য পাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে মাহাবুব (৩০)। পুলিশ জানায় ১৫ এপ্রিল শনিবার রাতে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেনের দিক নির্দেশনায় থানার এস.আই আবুল কালাম আজাদ ও এস.আই নূর কাশেম একটি অভিযান পরিচালনা করে উপজেলার হবিরবাড়ী এলাকার ডুবালিয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করেন। বিগত ৩১ ডিসেম্বর রাতে ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামের জুবাইয়ের আহম্মেদের ৭টি গরু যার বাজার মূল্য আনুমানিক ১৪ লাখ টাকার গরু চুরির ঘটনায় গাজীপুর জেলার ধীরা শ্রম এলাকার মৃত আক্কাস আলীর ছেলে সৈয়দ আলী নামের এক চোরকে আটক করে জেল হাজতে পাঠায় পুলিশ। সেই চুরের দেওয়া তথ্যে পুলিশ শনিবার রাতে ঘটনায় জড়িত ময়মনসিংহের ত্রিশাল খাগাটি মধ্যপাড়া এলাকার আনছার আলীর ছেলে আসাদুল ও জয়নাল আবেদীনের ছেলে মাহাবুবকে আটক করেএবংরোবার সকালে আটককৃতদের আদালতে পাঠিয়েছে বলে তথ্যে প্রকাশ।