মুক্তাগাছার কাশিমপুর বীজ উৎপাদন খামার হতে কৌশলে আলু বিক্রয় করার সময় এলাকা বাসীর কাছে ধরা পরে যায় উপ-পরিচালক। সুত্রে জানাযায়, প্রতি বছর ওই কর্মকর্তা বিভিন্ন উৎপাদিত আলুও ধান বীজসহ অন্যান্য বীজ অবৈধ ভাবে বিক্রয় করে বলে খামারের সাথে সংশ্লিষ্টরা জানান, শনিবার বিকেলে ভ্যানে করে আলু বিক্রি করার সময় খামারে সামনে থেকে ভ্যানটি আটক করে এলাকাবাসী।
পরে জব্দকৃত আলুর ভ্যান নিয়ে খামার কর্মকর্তা আব্দুল আহাদের বিরোদ্ধে চুরি করে আলু বিক্রয় করার অপরাধে বিচারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করেন। মুক্তাগাছার কাশিমপুর বীজ উৎপাদন খামারে এ বছর প্রায় ২০ একর জমিতে ডায়মন্ড জাতের আলু চাষ করা হয়। কয়েক দিন ধরে খামারে আলু তোলা হচ্ছে। খামারের অধিকাংশ আলু এখন ক্ষেতে রয়েছে।
বীজ সংরক্ষণের জন্য বাছাইয়ের কাজও শুরু হয়নি। বাছাইয়ের আগেই টেন্ডার ছাড়া শ্রমিক সর্দার ফজলুল করিমের কাছে আলু বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বিকেলে ভ্যানে করে ৬ বস্তায় ৫০ কেজি আলু নেওয়ার সময় খামারের সামনের সড়ক থেকে ভ্যানটি আটক করে এলাকাবাসী। আতরের মোড় নামক জায়গাভ্যান নিয়ে খামার কর্মকর্তা আব্দুল আহাদের বিচারের দাবিতে বিক্ষোভকরেন।
এ ঘটনা খামারের অনেক শ্রমিক মিছিলেঅংশ নিয়েন বলে আমাদের ময়মনসিংহ জেলা প্রতিনিধি জানান। অন্য দিকে আলু ক্রয় করার কথা স্বীকার করে শ্রমিক সর্দার ফজলুল করিম বলে খামারের বড় স্যারের নিকট থেকে ১৫ টাকা কেজি ধরে ৬ বস্তা আলু কিনেছন।
এ আলু বাড়িতে নেওয়ার পথে এলাকাবাসী ভ্যানটি আটকে ধরে।এর বেশী আর কিছু জানা সম্ভব হয়নি এ রিপোর্ট লেখা পযর্ন্ত।