নিজস্ব প্রতিবেদক:
সনাতন পদ্ধতি বাদ দিয়ে আধুনিক পদ্ধতিতে মশক নিধনে নেমেছে উত্তর সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবে ফুটপাতের ম্যানহোলগুলোকে লকডাউন করে নতুন পদ্ধতিতে মশক নিধন করছে ডিএনসিসি।
বৃহস্পতিবার (১১ মার্চ) ক্রাশ প্রোগ্রামের চতুর্থ দিন রাজধানীর গুদারাঘাট এলাকায় মশক নিধন কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
সমন্বিত মশক নিধন কার্যক্রম এর চতুর্থ দিনে অঞ্চল-৩ এ মশক নিধন অভিযান পরিচালনা করে উত্তর সিটি কর্পোরেশন। কড়াইল বস্তি এবং গুলশান-বারিধারা লেকের লার্ভা নিধন একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মেয়র বলেন, মশার চেয়ে লার্ভা দমনে গুরুত্ব দিয়েই অভিযান পরিচালনা করছে ডিএনসিসি।
মশক নিধন এবং পরিচ্ছন্নতাকর্মীদের কাজ এবং জবাবদিহিতা নিশ্চিত করতে উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে তিনি জানান, পরিচ্ছন্ন শহর গড়তে নগরবাসীকেও এগিয়ে আসতে হবে।
উত্তর সিটি কর্পোরেশন এলাকাকে দশটি অঞ্চলে ভাগ করে ১৬ তারিখ পর্যন্ত চলবে ক্রাশ প্রোগ্রাম।
Leave a Reply