মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ সাবেক চেয়ারম্যান মীর কাশেম চৌধুরীর বিরুদ্ধে
ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, কক্সবাজার:: মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়ার চিহ্নিত সারকারের তালিকাভোক্ত রাজাকার মৃত জালাল আহমদ চৌধুরীর সন্তান মীর কাশেম চৌধুরী ৷ তিনি কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান থাকা অবস্থায় এলাকার অনেক মসজিদের সভাপতি দায়িত্ব পালন করেন, মিজ্জিরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন প্রায় ৪ বছর ৷
মসজিদ কমিটির বর্তমান সভাপতি জনাব মিজানুর রহমান চৌধুরী বলেন, আমি সভাপতির দায়িত্ব নেওয়ার পর সম্পুর্ণ হিসাব দেখলাম ৷ মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি মীর কাশেম চৌধুরী থেকে উক্ত মসজিদ ৭৮,৬৩০/= (আটাত্তর হাজার ছয়শ ত্রিশ) টাকা পাবে ৷ আমি নিজে অনেকবার কাশেম ভাইয়ের সাথে ফোনে যোগাযোগসহ বাড়িতে ধরনা দিয়েছি; আজ দিবে, কাল দিবে, এরকম দিনাতিপাত করতে থাকে ৷ দুই বছর বিভিন্ন বাহানায় ও সময়ের অযুহাত দেখিয়ে আমাকে হয়রানি করে ৷ পরে আরো এক বছর ফোন করে ফোন রিসিভ করেনি, পরে ফোন বন্ধ পাওয়া যায় ৷ এক বছর খুজার পর গোপন সূত্রে কক্সবাজার হোটেলে আল ওয়াজেদের নিচে আছে খবর পেয়ে মানুষজন নিয়ে যায় ৷ অনেক কথা বলার পর মীর কাশেম সাহেব পরিষ্কার ভাষায় বলেন, টাকা দিবে না ৷ যেভাবে পার টাকা আদায় করার সাহস থাকলে আমার সামনে আসিও বলে সবাই তাড়িয়ে দেয় ৷ তিনি এপর্যন্ত মসজিদের টাকা পরিশোধ করেননি ৷
মসজিদের বর্তমান খতিব বলেন, মসজিদের টাকা আত্মসাৎ এর খবর অনেক শুনেছি কিন্তু একজন চেয়ারম্যান সচেতন ব্যক্তি হয়ে কেমনে মসজিদের টাকা আত্মসাত করে ৷ এটা লজ্জার ব্যপার ৷ ওনি টাকা আত্মসাত করে থাকলে আল্লাহর কাছে কঠিন শাস্তি পাবে ৷ হাদিসে আছে “মসজিদের সম্পদ আত্মসাৎকারী কঠিন গুনাহগার হবে এবং তাওবা করে মসজিদের আত্মসাত্কৃত সম্পদ ফেরত না দিলে আখিরাতে আজাবের সম্মুখীন হবে। এলাকাবাসী তাকে দায়িত্ব থেকে বরখাস্ত করে দেবে এবং প্রয়োজনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। (আদ্দুররুল মুখতার : ৪/৩৮০)”
মিজ্জিরপাড়া পানবাজার সমিতির সভাপতি ও মসজিদ পরিচালনা কমিটির ক্যাশিয়ার আকবর আলী বলেন, আমরা মীর কাশেম সাহেবকে অনেকবার অনুরোধ করছি ৷ ওনি গায়ের জোর দেখিয়ে বলেন, টাকা না দিলে মিজ্জির পাড়ার মানুষ আমার গায়ের লোমও ছিড়তে পারবেনা ৷ এরকম বলে অনেক হুমকী দিতে থাকে ৷
পরিচালনা কমিটির সিনিয়র সদস্য ওমর আলী বলেন, আমরা কমিটির সদস্যরা হিসাব করে দেখছি সাবেক চেয়ারম্যান মীর কাশেম থেকে ৭৮,৬৩০টাকা মসজিদ পবে৷
Leave a Reply