কাজী চঞ্চল মাগুরা জেলা প্রতিনিধিঃ
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের খালিয়া উত্তর পাড়া নিজ বাড়ির সামনে থেকে
মোটরসাইকেলের ধাক্কায় আফিফা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৫ অক্টবর) দুপুর অনুমানিক ১টার দিকে মহম্মদপুর উপজেলার খালিয়া উত্তর পাড়া মসজিদের সামনে থেকে রাস্তা পার হওয়ার সময় পিছন দিক থেকে হঠাৎ এক মোটরসাইকেল আরোহী ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে শিশু আফিফা গুরুতরভাবে আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনায় নিহত আফিফা মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের খালিয়া গ্রামের মোস্তাকিন এর একমাত্র কন্যা।
স্থানীয় জনগণের সাথে আলাপ করে জানা যায়, মোটরসাইকেল চালক দ্রুত গতিতে তার মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এমন সময় শিশু বাচ্চাটি গাড়ির সামনে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
Leave a Reply