ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
মহেশখালীর কালারমার ছড়ায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবক খুন হয়েছে। অপর একজনকে অপহরণ করে নিয়ে গেছে। নিহত যুবক কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়ার মুহাম্মদের পুত্র রুহুল কাদের। এ ঘটনাটি ঘটেছে রাত ১০ টায় কালারমারছড়া ফকির জুম পাড়ায়।
জানা যায়, মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ফকিজুম পাড়ার মুহাম্মদের পুত্র উক্ত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক অাব্বাসের সাথে কযেকজনের মধ্যে দলীয় কোন্দল লেগে রয়েছে দীর্ঘদিন ধরে। রাত ১০ টায় যুবলীগের সাধারণ সম্পাদক অাব্বাস কয়েকজন সহপাঠী নিয়ে স্থানীয় একটি দোকানের সামনে গল্প করছিল ৷ এসময় কয়েকটি সিএনজি যুগে একদল সন্ত্রাসী উক্ত স্থানে গিয়ে এলোপাতাড়ী গুলি বর্ষণ করলে লোকজন দিকবিদিক পালিয়ে যায়। কোন কিছু বুঝে উঠার অাগে উপস্থিত অাব্বাসকে টেনাহেচড়া করে গাড়ীতে তুলে চলে যাবার সময় তার ভাই রুহুল কাদের এগিয়ে গেলে তাকে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সাথে সাথে তাকে সেখান থেকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু ঘটে। এ রিপোর্ট লেখা (রাত ১০টা ) পর্যন্ত নিহত রুহুল কাদেরের বড় ভাই যুবলীগের সাধারণ সম্পাদক অাব্বাসের এখনো খোঁজ মিলেনি।
মহেশখালী থানার ইনচার্জ জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।