মা দিবসে সন্তান প্রসবের সময় মা ও সন্তানের করুন মৃত্যু হয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জাহানারা বেগম নামে এক প্রসূতি সন্তান প্রসববের সময় মৃত্যু হয়েছে ।
রোববার (৯ মে) বিকেলে উপজেলার সিংগীমারী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সন্তান প্রসবের পর মারাগেছে প্রসূতি জাহানারা বেগম।
প্রসূতি জাহানারা বেগম উপজেরার টংভাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকার খলিলের স্ত্রী ও সিন্দুর্না ইউনিয়নের জালাল উদ্দিনের মেয়ে।
জাহানারা বেগমের স্বামী খলিল বলেন, আমার স্ত্রী প্রসব বেদনা শুরু হলে উপজেলার সিংগীমারী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্রে নিয়ে যাই। শুরু থেকেই সেখানেই চিকিৎসা নেয়া হচ্ছিলো।
সেখানের নেয়ার পর দ্বায়িত্বর সেবিকারা তাকে ভিতরে নিয়ে যায়। এরপর বাচ্চা প্রসব করান মৃত। পরে তারা আমার স্ত্রীকে দ্রুত হাসপাতালে নিতে বলে। হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্রের দ্বায়িত্বরত সিএসবিএ কাঞ্চনা রানী বলেন, বাচ্চা প্রসবের আগেই মারা গেছে। প্রসবের পর মা ‘কে দ্রুত হাসপাতালে নিতে বলা হয়। তখন তারা ওনাকে ভ্যানে করে এখান থেকে নিয়ে যায়।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রসূতিকে স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিলো। তবে নিয়ে আসার আগেই রোগী মারা গেছেন ।