নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে করোনা ভ্যাকসিন দিতে এসে মোটর সাইকেল খোয়ালো এক যুবক। আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড় ঘটিকার সময় গাড়ি খোয়া যাওয়ার ঘটনাটি ঘটে।
জানা গেছে, উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী গ্রামের মৃত: দয়াল চন্দ্র বর্মনের ২য় পুত্র পূর্ণ চন্দ্র বর্মন ওরফে পূরেন (২৮) ওই দিন দুপুরে তার মা কে সাথে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন দিতে আসে। গ্রামের সহজ সরল প্রকৃতির এ যুবক স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ পথের সামনে তার ব্যবহৃত এ্যাপাচি আরটিআর (১৬০ সিসি) মোটর সাইকেলটি পার্কিং করে তার মা সহ ভ্যাকসিন নিতে পীছনে যায়।
প্রায় কুড়ি মিনিট পর ভ্যাকসিন নিয়ে গাড়ি নিতে আসলে দেখে তার গাড়িটি সেখানে নেই। তাৎক্ষনিক বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সহ পুলিশকে জানানো হয়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির জানান, গাড়ি চুরি যাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
তিনি আরো বলেন আমরা সিসি টিভি ক্যামেরার সাহায্য নিয়ে গাড়িটি উদ্ধারে পুলিশকে সহযোগিতা করবো। গাড়ি চুরির ঘটনায় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন বলেন, গাড়ির মালিক অসাবধানতা বসত লক না করেই ভ্যাকসিন নিতে ভেতরে যাওয়ায় এ ঘটনাটি ঘটে।
আমরা তাৎক্ষনিক খবর পেয়ে গাড়িটি উদ্ধারে তৎপরতা শুরু করেছি। এ ঘটনাটি এলাকায় চাঞ্চ্যল্যের সৃষ্টি করেছে।