নিজস্ব প্রতিবেদক
একাধিক মামলার আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী হযরত আলী (৩২) ও তার স্ত্রী মুক্তা বেগম (২৯) এর জন্য অতিষ্ঠ এলাকাবাসী। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষার দাবি জানিয়ে এলাকাবাসী বৃহস্পতিবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
লিখিত অভিযোগে বলা হয়, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বালুকবের সাতপাড়া চাঁন মিয়া বাড়ীর মোঃ লাল মিয়ার ছেলে হযরত আলী ও তার স্ত্রী মুক্তা বেগম কয়েকজন যুবক ও যুবতীকে সাথে নিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করছে। সে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে মদ, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা এনে তার নিজ বাড়ি থেকে এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করছে। তাদের অন্যতম সহযোগী বিআরটিএ’র দালাল শফিক্কা।
তার বাড়ির পাশে প্রতিদিনই মাদকসেবীদের জমজমাট আড্ডা ও আসর বসে। এলাকায় এখন মাদকদ্রব্য হাত বাড়ালে সহজেই মিলছে এবং সঙ্গ দোষে স্কুল কলেজের ছাত্রসহ এলাকার উঠতি বয়সের যুব সমাজ ক্রমান্বয়ে মাদক সেবনে আসক্ত হয়ে পড়ছে। নেশার টাকা জোগাড় করতে তারা চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
কেউ এ সকল অপকর্মের প্রতিবাদ করলে আলী ও তার স্ত্রী তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি ও মিথ্যা মামলায় জড়িয়ে জেল খাটানোর হুমকি দিচ্ছে। এমনকি এই হুমকি থেকে বাদ পড়ছে না সাংবাদিকও। মাদক ব্যবসায়ী আলী ও মুক্তাকে চট্টগ্রামের পুলিশ বেশ কয়েকবার মাদকদ্রব্যসহ হাতে নাতে আটক করলেও এলাকায় মাদক ব্যবসা থামছে না। কদিন পরেই জামিনে বেরিয়ে আসছে, এসেই তারা আবার মাদক ব্যবসায় জড়িয়ে এলাকার যুব সমাজের ভবিষ্যত নষ্ট করে দিচ্ছে।
স্থানীয় প্রশাসনের কাছে এলাকাবাসী প্রশ্ন, তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার পরও আলী দম্পতি কীভাবে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করছে। তাদের খুঁটির জোর কোথায়? এলাকাবাসী অবিলম্বে কুখ্যাত মাদক ব্যবসায়ী আলী দম্পতিকে গ্রেপ্তার করে এলাকার যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষার জন্য স্থানীয় প্রশানের সুদৃষ্টি কামনা করেন।