রেখা মনি,নিজস্ব প্রতিবেদক:
কে এই সেই ভূমিদস্য সম্রাট ?দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থেকে দিনের পর দিন অপরাধ রাজ্যকে আরও বড় করে তুলেছে কুড়িগ্রাম উলিপুরের সম্রাট ও সুলতান নামে দুই ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে ,প্রবাস এবং চাকুরী সূত্রে সম্রাটের ভাই সুলতান আমেরিকায় বসবাস করতেন। বৈদেশিক টাকার জোরে প্রশাসনকে তোয়াক্কা না করে দিনের পর দিন এলাকায় অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে তারা।ও টাকার বিনিময়ে অন্যের জমি দখল।
এই সম্রাট আলমগীর শুধু সম্রাট ই নন তিনি মাদক সম্রাট হিসেবে র্যাবের হাতেও গ্রেপ্তার হয়েছিলেন এর আগে।
অভিযোগ সুত্রে জানা গেছে ,আতাউর ও তাজুল ইসলাম নামে দুই ব্যবসায়ীর সাথে জমি-জমার সিমানা নিয়ে পূর্বের ঝগড়া বিবাদ ছিলো সম্রাট আলমগীরের। সেই ঘটনার জেড়ে গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় উলিপুরের এপোলো-২ ডায়াগনস্টিক সেন্টারের সামনে চাইনিজ কুড়াল দিয়ে আতাউরের মাথা ফাটিয়ে দেন এবং তাজুল ইসলামকে গুরুত্বর যখম করে
সম্রাট আলমগীর। এই ঘটনার পরের দিন
এই মাদকের সম্রাট আলমগীর আবার এক বৃদ্ধ মহিলার মাথা ফাটিয়ে দেন জমি সংক্রান্ত বিষয়ে। ঘটনা স্থলে স্থানীয়রা এগিয়ে আসলে দ্রুত তাকে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।পরে স্থানীয় ও ব্যবসায়ীদের সহযোগীতায় এই বিষয়ে উলিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন ভিকটিম আতাউর ও তাজুল ইসলাম।
এই বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান জানান , দীর্ঘদিন থেকে এই সম্রাটের নামে বিভিন্ন অভিযোগ পেয়েছি।মারা মারির বিষয় থেকে শুরু করে জমি দখল ,মাদক ব্যবসা বিষয়ে তদন্ত সাপেক্ষে অভিযোগ সত্যতা পেয়েছি ।তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।