ইব্রাহিম হোসেন,খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জন সাধারণের মাঝে ‘মাদক বিরোধী স্লোগান সম্বলিত’ মাক্স বিতরণ করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২৫ আগস্ট) সকাল ১১ টায় মাটিরাঙ্গা বাজারে সংলগ্ন এলাকায় উপজেলা প্রশানের সার্বিক সহোযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ এসব মাক্স বিতরণ করেন।
মাক্স বিতরণ কমর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার (অঃদ) হেদায়েত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন ,করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই কররোনা ভাইরাস মাদকের চেয়ে ভয়ানক তাই সচেতেনতার লক্ষে আমাদের সকলকে মাক্স ব্যাবহার নিশ্চিত করতে হবে।এছাড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,
মাদকের অপব্যবহার রোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমরা মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান করে যাচ্ছি। মানুষ সচেতন হলে এবং অভিবাবক ও জন প্রতিনিধিরা এগিয়ে এলে আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছা সম্ভব।