আনোয়ার হোসেন আন্নু, বিশেষ প্রতিনিধিঃ
সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকের ভয়াবহ আগ্রাসন নিরসনে শিক্ষকদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদের হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা’র সভাপতিত্বে এবং সাভার উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাঃ কামরুন্নাহার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। অনুষ্ঠানের শুরুতে প্রোজেক্টরে টাঙ্গাইলের জেলা প্রশাসক থাকাকালীন মোঃ শহীদুল ইসলামের বিভিন্ন কর্মকান্ডের নান্দনিক ভিজ্যুয়াল ডিসপ্লে তুলে ধরা হয়।
পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ মাদকের ভয়াবহ আগ্রাসনে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সারা দেশের ভিতর শ্রেষ্ঠ জেলা প্রশাসকের পুরস্কারে ভূষিত মোঃ শহীদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন শিক্ষক শ্রেণি। বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরেই শিক্ষার্থীদের গড়ে তোলার সময়।
আর আপনারা লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে শারিরীক কসরতের দিকেও নজর দিবেন। ছেলে-মেয়ে উভয়ের জন্য বিভিন্ন সংগঠন যেমন স্কাউটিং সহ অন্যান্য এসাইনমেন্ট দিয়ে তাদেরকে ব্যস্ত রাখবেন। এতে করে মাদকের দিকে যাওয়ার কোনো সুযোগই থাকবেনা তাদের।
এসময় বাল্য বিবাহের কুফল সম্পর্কেও জানিয়ে এব্যাপারেও শিক্ষকদের ভূমিকা রাখার আহবান জানান তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, দুই মাস আগেও সাভার উপজেলায় মাদকের যে বিস্তৃতি ছিলো, আমরা সম্মিলিত প্রচেষ্টায় এর শতকরা ৮০ ভাগ কমিয়ে এনেছি।
আমরা মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করার পাশাপাশি তাদেরকে সামাজিকভাবে বয়কট করা সহ তাদের বাড়িতে বাড়িতে তারা যে মাদক ব্যবসায়ী এই সাইনবোর্ড তাদের বাড়ির সামনে ঝুলিয়ে দিয়েছি। আর আপনারা শিক্ষকরাই শিক্ষার্থীদেরকে মাদকের কুফল বুঝিয়ে এর আগ্রাসন থেকে তাদেরকে ফিরিয়ে আনতে পারবেন।
আর যুব সমাজকে মাঠমুখী করতে হবে, তাতে করে এরা মাদক থেকে দূরে থাকবে। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ বলেন, সকল অপরাধের মূলে রয়েছে এই মাদক। তাই এর আগ্রাসন থেকে জাতিকে মুক্ত করতে হলে কোমলমতি শিক্ষার্থীদেরকে মাদকের কুফল ও শাস্তি সম্পর্কে জানাতে হবে।
আর এই কাজটি করতে পারেন শিক্ষকগণ। এজন্য বিভিন্ন মাদকের শাস্তি কি এসংক্রান্ত একটি তালিকা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রাখা যেতে পারে। সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা জানান, শিক্ষা জাতির মেরুদন্ড, আর মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন আপনারা শিক্ষক সমাজ।
এজন্য আপনাদের ভূমিকা যদি আপনারা পালন করেন তবে এই সর্বনাশা মাদকের আগ্রাসন থেকে আমাদের জাতির ভবিষ্যৎ কর্ণধারদেরকে রক্ষা করতে পারবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শওকত হোসেন, সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স, আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হ্যাপি দাস, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ প্রমুখ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
Leave a Reply