জবি প্রতিনিধি:
প্রায় এক বছর বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়গুলো আগামী ২৪ মে খুলতে যাচ্ছে। আর এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীসহ সকলকে করোনার টিকা দেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয় খোলার আগ পর্যন্ত সকল ধরনের পরীক্ষা বন্ধ থাকবে। গতকাল সোমবার এক ভার্চুয়াল মাধ্যমে এই সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে নারাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। তিন মাস পর বিশ্ববিদ্যালয় খুলবে এমন সিদ্ধান্ত আসার পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় শিক্ষার্থীদের।শিক্ষার্থীরা মনে করে দেশের সবকিছুই তো স্বাভাবিক ভাবে চলছে, তাহলে বিশ্ববিদ্যালয়গুলো এখনই খুলতে সমস্যা কোথায়। তাছাড়া শিক্ষার্থীদের মাঝে সেশনজটের চিন্তাতো রয়েছেই।
তিন মাস পর বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন,আমি মনে করি আমাদের দেশে করোনার পরিস্থিতি এখন অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট ভালো এমতাবস্থায় সরকারের এমন সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীরা পড়ালেখা থেকে যেভাবে পিছিয়ে পড়ছে ঠিক একইভাবে দীর্ঘদিন বাসায় থাকার ফলে মানসিকভাবে দূর্বল হয়ে পড়ছেন।
বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোঃ জহির উদ্দিন এ বিষয়ে বলেন, যখন দেশের সবকিছুই স্বাভাবিক ভাবে চলছে এমনকি বিশ্ববিদ্যালয়ের অফিসের কার্যক্রম চলছে তাহলে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার কোনো যৌক্তিকতা দেখিনা। মে মাসের দিকে খুললে আমরা ৬ মাসের একটা সেশনজটে পরার আশঙ্কা রয়েছে, কিন্তু মার্চে বিশ্ববিদ্যালয় খুলে দিলে বিগত সেমিস্টার গুলোর পরীক্ষা নিয়ে নিলে এই সেশনজটে নাও পরতে হতে পারে।
উল্লেখ্য যে, করোনা মহামারীর কারণে প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে দেশের বিশ্ববিদ্যালয়গুলো। এরই মধ্যে হল খোলার দাবিতে একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু করার সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..