তফসিল বর্ণিত জমিতে অবৈধ প্রবেশ ও গাছ নিধন, পাটগ্রাম উপজেলার ০৭ নং ওয়ার্ড পৌরসভা এলাকার বাসিন্দা মোঃ সফিয়ার রহমানের তফসিল বর্ণিত জমিতে অবৈধ প্রবেশ ও গাছ নিধন ।
এ বিষয়ে, সফিয়ার রহমান বলেন , তফসিল বর্ণিত জমিতে আমার গাছ ও বাঁশঝাড় রহিয়াছে। আমি দীর্ঘদিন ধরে তফসিল বর্ণিত জমি ভোগ করিয়া আসিতেছি। কিন্তু দীর্ঘদিন ধরিয়া রাজ্জাক হোসেন (৩৫) আবু তালেব (৪২) মতিয়ার রহমান (৫০) আব্দুল জলিল (২৮) মোছাঃ রেজিয়া খাতুন (৬০) রহমানপুর ০৭ নং ওয়ার্ড, থানা পাটগ্রাম, জেলা লালমনিরহাটগন সহ আরো অজ্ঞাত নামীয় ১৬/১৭ জন লোক আমার তফসিল বর্ণিত জমিতে অনাধিকার প্রবেশ করে আবু সাঈদ (৩৬) পানবাড়ি ভোটবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের দিক নির্দেশনা ও সহযোগীতায় আসামি রেজিয়ার হুকুমে অন্যান্য সকল আসামিদের হাতে থাকা কুড়াল দিয়ে আমার রোপনীয় ৩০০/৩৫০ টি বাঁশ ও কাঁঠাল গাছ ৫ টি কাটে । রবিবার আসামীগণ আবারো ২৯-১১-২০২০ ইং তারিখে কাঁঠাল গাছ ০৯ কি, সুপারি গাছ ১২ টি, ইউক্যালেপ্টার গাছ ০৪ টি, জিগনী গাছ ০৪ টি, নিম গাছ ০৫ টি, জাম্বুরা গাছ ০২ টি, লটকন গাছ ০১ টি , মেহগনি ০৯ টি, আমগাছ ০১ টি,কড়াই গাছ ০২ টি, কলার থোপ একটি , কাটিয়া আসামীগণ নিজ নিজ ঘাড়ে ও ভ্যানে করিয়া কাটা বাঁশগুলো ও গাছগুলো আসামি রেজিয়ার বাড়িতে রাখে। ঘটনার পর আমি বাড়িতে গিয়ে দেখি আসামি গন আমার বাঁশ ও গাছ কাটিয়া নিয়ে গিয়েছে । আমি আসামিদের বাড়ী হইতে বাঁশগুলো উদ্ধারের চেষ্টা করলে আসামীগণ আমাকে ধারালো কুড়াল দিয়ে জীবননাশের হুমকি দিয়া তাড়াইয়া দেয় , আমি বাঁশ ও গাাছগুলো উদ্ধারে ব্যর্থ হইয়া সাক্ষী শাফিউল ইসলাম , মিনহাজুল ইসলাম রিয়াজ, ইসরাফিল হক, আবুল কাশেম, রহমানপুর ০৭ নং ওয়ার্ড পাটগ্রাম পৌরসভা থানা পাটগ্রাম জেলা লালমনিরহাট সহ আরো অনেকে জানে। উক্ত ঘটনা দেখিয়া আমার বৃদ্ধ মাতা ও স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলে, এক পর্যায়ে আমার মা স্টক করে মৃত্যু বরণ করেন।
এমত অবস্থায় বিষয়টি বিবেচনা করতে আমি পাটগ্রাম থানায় আসিয়া গত ২৯-১১-২০২০ ,৩০-১১-২০২০ এবং ০১-১২-২০২০ ইং তারিখে পাটগ্রাম থানায় উপরোক্ত তারিখ অনুযায়ী পৃথকভাবে তিনটি অভিযোগ করি । আমি প্রশাসনের মাধ্যমে আমার ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ ও সুবিচার চাই।
তিনি এ কথাও বলেন আবু সাঈদ (৩৬) পানবাড়ি ভোটবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের দিক নির্দেশনা ও সহযোগীতায় এই ঘটনা ঘটিয়েছে আসামিরা।
আমি তাদের নামে থানায় অভিযোগ করায় আসামিরা আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। এমত অবস্থায় আমি এবং আমার পরিবার নিরাপত্তায় ভুকছি তারা যেকোন সময় আমার বাড়ি এবং আমাদের উপর আক্রমণ করতে পারে। আসামিরা আমার বাড়ি তুলে নিয়ে যাবে এরকম হুমকিও প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..