হাবিবুর রহমান হবি,যশোর
মাস্ক পরার আহ্বান জানিয়ে যশোরে অবস্থান কর্মসূচিকরোনাভাইরাস প্রতিরোধে যশোরে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে যাচ্ছে। সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এক ঘণ্টার প্রতিকী অবস্থান কর্মসূচি পালন করা হয় গোটা জেলায়।
মাস্ক পরিধান করুন সেবা নিন এবং মাস্ক ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ স্লোগানসংবলিক ব্যানার নিয়ে বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের নেতৃত্বে কালেক্টরেটের সামনে গরীব শাহ সড়কে অবস্থান কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সাথে যুক্ত হন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ছাড়াও প্রশাসনের কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। যশোর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অনুরূপ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার রায়, মেডিকেল অফিসার আব্দুস সামাদ, ডাক্তার আরিফ আহমেদসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ কর্মসূচির ব্যানারে লেখা ছিল, ‘সেবা পেতে মাস্ক পরুন । একই উদ্দেশ্য নিয়ে যশোর শহরে আরও যারা অবস্থান করেছে সেসব সংগঠনের মধ্যে রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফাতিমা হাসপাতাল, সাব-রেজিস্ট্রার অফিস, বাংলাদেশ কৃষি ব্যাংক যুগ্ম আঞ্চলিক কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশন।