সিজস্ব প্রতিবেদক:করোনার বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। এই বর্জ্যের মধ্যে রয়েছে করোনা প্রতিরোধের জন্য ব্যবহ্নত মাস্ক, পিপিই, হ্যান্ডস গ্লাভস ইতাদি।
আজ মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র আতিকুল ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আগামী ৭ আগস্ট থেকে যদি কোনো বাসার ময়লার মধ্যে মাস্ক, পিপিই ইতাদি পাওয়া যায়, তাহলে সেই বাসা থেকে সিটি কর্পোরেশনের লোকজন আর ময়লা নেবে না।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, করোনা আক্রান্ত ব্যক্তিদের মাস্ক-পিপিই ইতাদি ময়লার সঙ্গে ফেলা হচ্ছে। সেখান থেকে করোনা ছড়িয়ে পড়ছে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরাও এখান থেকে করোনায় আক্রান্ত হচ্ছেন। এজন্য রাজধানীর দুই সিটি কর্পোরেশন নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। এজন্য রাজধানীকে ৫টি ভাগে ভাগ করে ৩ প্লাস্টিক বাগ বিতরণ করা হচ্ছে। সবাইকে এই বাগে মাস্ক, পিপিই ইতাদি ফেলতে হবে। সপ্তাহে দু দিন সিটি কর্পোরেশনে কমীরা সেগুলো সংগ্রহ করে নিয়ে যাবে। এভাবে আলাদাভাবে এসব বর্জ্য না দিয়ে কউ যদি গৃহস্থালি ময়লার সাথে ফেলে
, তাহলে সেই বাসা থেকে আর ময়লা সংগ্রহ করবে না সিটি কর্পোরেশন।