সোমেন সরকারঃ
Facebook Twitter Instagram share
স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার পাঁচ বছর পর গ্রেপ্তার সাবেক পুলিশ সুপার বাবুল আকতার রিমান্ড শেষে আদালতে। জবানবন্দি দিতে রাজি হননি। পরে তাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক।সোমবার, ১৭ মে, পাঁচ দিনের রিমান্ড শেষে রোববার দুপুরে আড়াইটার দিকে মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালতে বাবুল আক্তারকে তোলা হলে ম্যাজিস্ট্রেটের খাস কামরায়
Surjodoy.com
১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হননি তিনি।বিষয়টি নিশ্চিত করেছেন ট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাব উদ্দিন।ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে চট্টগ্রামের জিইসি মোড়ে ২০১৬ সালের ৫ জুন সকালে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু। সে সময় ঢাকায় ছিলেন বাবুল আকতার। এরপর তিনি বাদি হয়ে একটি হত্যা মামলা করেন।
The Daily surjodoy
পাঁচ বছর পর মিতুর বাবা আরেকটি মামলা করে প্রধান আসামি করেন বাবুলকে।গত ১২ মে বাবুলকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছিল আদালত। জিজ্ঞাসাবাদে তিনি মিতু হত্যায় নিজের ভূমিকার বিষয়ে নানা তথ্য দেন বলে তদন্ত সংস্থা পিবিআই থেকে জানানো হয়েছিল। তিনি জবানবন্দি দেবেন-এমন কথাও জানানো হয়।
The Daily surjodoy
ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে চট্টগ্রামের জিইসি মোড়ে ২০১৬ সালের ৫ জুন সকালে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু। সে সময় ঢাকায় ছিলেন বাবুল আকতার।হত্যার পর চট্টগ্রামে ফিরে পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে তিনি মামলা করেন। মামলায় অভিযোগ করেন, তার জঙ্গিবিরোধী কার্যক্রমের জন্য স্ত্রীকে হত্যা করা হয়ে থাকতে পারে।
The Daily surjodoy
এ মামলায় সে বছরের ২৬ জুন মোতালেব মিয়া ওরফে ওয়াসিম ও মো. আনোয়ার নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।এরপর এই হত্যায় বাবুলের সম্পৃক্ততা নিয়ে গণমাধ্যমে নানা তথ্য উঠে আসে। তবে তদন্ত আর আগায়নি। তবে এক পর্যায়ে বাবুল পুলিশের চাকরি থেকে অব্যাহতি নেন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই অব্যাহতি নিতে তাকে বাধ্য করা হয়।বাবুল দোষী হলে তাকে গ্রেপ্তার না করে চাকরি থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি নিয়ে সে সময়ই প্রশ্ন উঠে।
The Daily surjodoy
তবে পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা আর দেয়া হয়নি।তবে পাঁচ বছর পর এবার ঈদের আগে চমক দেখায় পুলিশের তদন্ত সংস্থা পিবিআই। হঠাৎ বাবুলকে ঢাকা থেকে ডেকে নেয়া হয় চট্টগ্রাম। মিতুর বাবাকেও নেয়া হয়।পিবিআই বাবুলের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়। এর পরেই বাবুলকে আসামি করে মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন।
The Daily surjodoy
১২ মে পাঁচলাইশ থানায় করা মামলায় বলা হয়, বিয়ে বহির্ভূত সম্পর্কের জেরে মিতুকে হত্যা করা হয়েছে।সেদিনই বাবুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে বিচারক তাকে রিমান্ডে পাঠান।এ মামলার আসামি আরও সাতজন। এর মধ্যে দুই নম্বর আসামি মুসাসহ পলাতক রয়েছেন তিনজন।
The Daily surjodoy
অন্য দুজন হলেন তিন নম্বর আসামি এহতেশামুল হক ওরফে হানিফুল হক ওরফে ভোলাইয়্যা এবং ছয় নম্বর আসামি খায়রুল ইসলাম ওরফে কালু ওরফে কসাই কালু।মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক সন্তোষ কুমার চাকমাও বলেন, মিতু হত্যার প্রথম মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনজন। তারা হলেন মোতালেব মিয়া অরফে ওয়াসিম,
The Daily surjodoy
আনোয়ার হোসেন ও শাহজাহান মিয়া। আর নতুন মামলা হওয়ার পর বাবুল আকতার ও সাইদুল ইসলাম সিকদার গ্রেপ্তার হয়েছেন।মুসাসহ পলাতক তিন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান সন্তোষ কুমার।