আলী আজগর পনীর, নেত্রকোনা জেলা প্রতিনিধি,
নেত্রকোণার মদনে মিথ্যা মামলা করায় বাদী নিলিমা আক্তারকে (৩৫) কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর আজ বুধবার তাকে কারাগারে পাঠানো হয়। নিলিমা আক্তার উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর পূর্বপাড়া গ্রামের শাহীন মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিপক্ষকে ফাঁসাতে বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ এনে একই গ্রামের ৪ জনকে আসামি করে ২০২১ সালের ১৭ জুন দ্রুত বিচার আইনে থানায় মামলা করেন নিলিমা আক্তার। কিন্তু মামলা তদন্তে ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি।
গত ২৭ জুন মামলার চুড়ান্ত প্রতিবেদন কোর্টে পাঠান তদন্তকারী কর্মকর্তা মদন থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ফরাজী। পরে কোর্ট বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গতকাল মঙ্গলবার রাতে নিলিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। গতকাল গ্রেপ্তারের পর আজ বুধবার তাকে নেত্রকোণা কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, দ্রুত বিচার আইনের মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত বাদী নিলিমা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর আজ বুধবার তাকে নেত্রকোনা কোর্ট হাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।