
এম এ রহিম( কক্সবাজার)পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় একটি প্রতারণা মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন পেকুয়ার কর্মরত সাংবাদিক মুহাম্মদ গিয়াস উদ্দিন (৩৫)। তিনি উপজেলার মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা গ্রামের নুরুল আলমের ছেলে। মঙ্গলবার (৯ফেব্রুয়ারী) দুপুর আড়াইটার দিকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে উপপরিদর্শক মিন্নত আলীর নেতৃত্বে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গিয়াস উদ্দিন জাতীয় দৈনিক দেশ রুপান্তর ও কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক ইনানী পত্রিকার পেকুয়া প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার বলেন, একটি প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জাকের উল্লাহ বাদি হয়ে চট্টগ্রামের চাদগাঁও থানায় ৪০৬/ ৪২০ ধারায় একটি মামলা রুজু করেন। যার জিআর মামলা নং-৪৪/২১। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।
এ ব্যাপারে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ কর্মরত সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রতিবাদ ও ক্ষোভের সৃষ্টি পরিলক্ষিত হয় এবং তারা অনতিবিলম্বেে সাংবাদিক গিয়াসের নিঃশর্তে মুক্তি দাবী করেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply