শাহানূল হাসান বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর মিরপুরে সুমাইয়া (১৭) নামের এক গার্মেন্টস কর্মী বিষপানে আত্মহত্যা করেছে। শুক্রবার রাত সোয়া ১০টায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উদ্ধার করে নিয়ে আসা আল আমিন বলেন, সুমাইয়া পরিবারের সঙ্গে মিরপুরের আনসার ক্যাম্প এলাকায় থাকত। সে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করে। রাতে গোসল করে কিছুক্ষণ পর রুমে গিয়ে শুয়ে পড়ে। তার মা তার কাছে গেলে কীটনাশকের গন্ধ পায়। ভিকটিমকে জিজ্ঞেস করলে ভিকটিম কিছু বলেনি।
পরে গুরুতর অবস্থায় সুমাইয়াকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, কী কারণে সে বিষপান করেছে, তা বলতে পারি না। তাদের বাড়ি নওগাঁ জেলার মান্ডা থানার সাতবাড়িয়া গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।