মীরসরাইয়ের এক ব্যবসায়ী কে হামলা করে ২ লক্ষ টাকা চিন্তাই করে নিয়ে যায় কিছু চিহ্নিত স্থানীয় সন্ত্রাসী মর্মে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল সকাল ৮/৩০ ঘটিকার সময় জোরার গঞ্জ থানার ঠাকুর দিঘী বাজারে সিএনজি স্টপিজের সামনে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী মীর হোসেন নন্দিত টেলিভিশনের চট্টগ্রাম ডিভিশনের উপদেষ্টা শামসুদ্দিনের ভাগ্নে।
এ বিষয়ে ভুক্তভোগী মীর হোসেন জানায় আমি আমাদের ঝোলন পুল বাজারে মার্কেটের দোকানের চালানের উদ্দেশ্যে বের হলে ওৎ পেতে থাকা চিহ্নিত ৪/৫ জন সহ প্রায় ৭/৮ জনের একটি সশস্ত্র দল আমার উপর ঝাঁপিয়ে পড়ে।
তাদের মধ্যে রয়েছে মাসুদ, আলাউদ্দিন, রাসেল, রাহাত ও মোঃ হুদা,এ সময় আমাকে কিল ঘুসি ও অস্ত্র ঠেকিয়ে আমার কাছে থাকা নগদ ২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী মীর হোসেন বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন, তাৎক্ষণিক জোরারগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মোঃ শরীফ ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা প্রমাণ পায়।
পরে তিনি আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করে, স্থানীয়রাও জানান তাদের চোখের সামনে এ ঘটনাগুলো ঘটেছে কিন্তু অস্ত্র থাকায় তারা কোন কিছু করতে পারে নাই।
নাম না বলা এক ব্যক্তি জানায় দীর্ঘদিন যাবত সিএনজি স্টপিসে একটা সিন্ডিকেট চাঁদাবাজি করে আসছিল।
তারা নানা সময় যাত্রীদের সাথে যাত্রী উঠা নিয়ে অশালীন ভাষায় গালমন্দ করে আসছিল মান সম্মানের ভয়ে সবাই চুপ থাকে।
এ বিষয়ে এলাকার স্থানীয় মেম্বার জানাই যেহেতু বিষয়টা এখন প্রশাসনের নজর এসেছে সে ক্ষেত্রে দ্রুত ভাবে এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।