মোফাদ আহমেদঃ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ১২দিনব্যাপী (১৭-২৮ মার্চ) স্বাধীনতা উৎসবের অংশ হিসেবে মৌলভীবাজারে কোভিড-১৯ এ মৃত্যুবরনকারী১৫ পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (২৩ মার্চ) স্বাধীনতা উৎসবের সপ্তম দিনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনমৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম।