মোফাদ আহমেদ,মৌলভীবাজারঃ
খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইনাম মিয়ার দাদীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিংকাপন শাখার উদ্যোগে অসহায় হত দরিদ্র মানুষের মধ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫০ জন পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, ছোলা ও খেজুরসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ছিল।
আজ (১২ এপ্রিল) সোমবার সিংকাপনে এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থা,সিংকাপন শাখার পরিচালক মোঃ আব্দুল মোমিন এর পরিচালনায়,সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ ফয়জুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৬নং একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সহ সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক মেম্বার ও বিশিস্ট সমাজ সেবক মাসুক মিয়া,বিশিষ্ট ক্রীড়াবীদ তাওহিদ ইসলাম,খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সদস্য হাতিম মিয়া ও সালাউদ্দিন প্রমূখ ।
জানাযায়,লন্ডন প্রবাসী ও খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইনাম মিয়া আর্তমানবতার কল্যাণে দীর্ঘ দিন যাবত করোনা মহামারির মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে মানবসেবায় কাজ করে যাচ্ছেন।
এসময় লন্ডন থেকে ইনাম মিয়া মুঠোফোনে দৈনিক সূর্যোদয়কে বলেন,বিশ্ব জুড়ে মহামারি করোনার প্রকোপে গৃহবন্ধি হাজার কোটি মানুষ,লকডাউন করা হয়েছে বাংলাদেশকেও। চলমান এই লকডাউনে খাদ্য কষ্টে পড়েছে খেটে খাওয়া সাধারন মানুষ।
সর্বসাধারনের খাদ্যকষ্ট লাঘবে শুরু থেকেই খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন,যতদিন দেহে প্রাণ আছে ততদিন দেশের অসহায় মানুষের জন্য কাজ করে যাবো।আপনারা আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন ।
Leave a Reply