মোফাদ আহমেদ মৌলভীবাজারঃ
করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মৌলভীবাজারের শেরপুরে পুলিশের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরতে উদ্বুদ্ধকরণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২১ মার্চ) এ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-সিলেট মহাসড়ককের শেরপুর বাজারে দূরপাল্লার বিভিন্ন গাড়ি ও পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
শেরপুর হাইওয়ে থানা পুলিশের নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন এর নেতৃত্বে হাইওয়ে থানা পুলিশের সকল অফিসার ও ফোর্সদের উপস্থিতিতে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এসময় শেরপুর হাইওয়ে থানা পুলিশের নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন বলেন,সারাদেশের ন্যায় একযোগে মাস্ক বিতরণ সহ জনগনকে উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে।
উক্ত কার্যক্রম এর মাধ্যমে জন-সাধারণের মধ্যে দৃষ্টি আকর্ষণ ও সচেতনতা তৈরিতে বিশেষ ভুমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
এই সংক্রমন থেকে রক্ষা করতে পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। আগামী দিনগুলিতেও এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান ।
Leave a Reply