ময়মনসিংহ – নান্দাইল প্রতিনিধি – তৌহিদুল ইসলাম সরকার
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ময়মনসিংহ জেলা শাখা কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবসে উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
১৫ ই আগস্ট শোক দিবস পালন অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ:১৫৪,নান্দাইল:৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। উক্ত সভায় বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে আলোচনা করা হয়। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলার জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ আনোয়ারুল আবেদীন খান তুহিন ও স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply