ইসমাইল হোসেন ময়মনসিংহপ্রতিনিধি:
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান বাবু জন বান্ধব সৎ ও সদালাপি ব্যক্তি। তার সরলতা সুযোগ নিয়ে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চান। তিনি পরিস্থিতিরমুখোমুখি।
সমাজপতি, রাজনৈতিক দলের স্থানীয় নেতা ও সাধারণ মানুষ কুচক্রী মহলের ঘৃণিত কাজের তীব্র সমালোচনা করেন। আসাদুজ্জামান বাবু বয়স্ক ভাতার কার্ড, শিশু ভাতার কার্ড, পংগুদ ভাতার কার্ড. রেশনিং কার্ড যাচাই বাচাই করে যোগ্য ব্যক্তিদের মাঝে বিতরণ করেন। রিলিফ এর চাউল সুসম ভাবে বিতরণ করে থাকেন। তিনি ১ নং ওয়ার্ডে ৯০ শতাংশ লোকের কাছেই প্রিয় ব্যক্তি বলে জরিপে দেখা এসেছে । তবে কতিপয় প্রভাবশালী সুবিধা বঞ্চিতরাই পিছনে লেগেছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, করোনা দূর্যোগ সময়ে ১ নং ওয়ার্ডে প্রায় ৫ হাজার হত দরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরন করেন। প্রায় ৩ হাজার পরিবারকে ১০ টাকা কেজির চাউলের কার্ড দিয়েছেন। অবাক কান্ড তবু যেন ভুখা মানুষের অভাব নেই।
গত ৩ জুলাই ময়মনসিংহ সিটি কর্পোরেশন ১ নং ওয়য়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান বাবু’ করোনাকালে হত দরিদ্র ও ভুখা মানুষের মাঝে সরকারের রিলিফ বিতরণ করেন। স্বচ্ছতার মাঝে নিজে উপস্থিত থেকে হত দরিদ্রের বিনা মুল্যের চাউল বিতরন করেন। ৪ শ জন দুর্দশা গ্রস্হ অসহায়দের মাঝে ১০ কেজি করে খাদ্য সহায়তা বিতরন করেন। অপর দিকে রেশন কার্ড প্রাপ্তিরা বঞ্চিত হয়ে সারা দিন ক্ষোভ প্রকাশ করে এখানে সেখানে বিরোপ মন্তব্য করতেদেখা যায়। চাল বিতরণের সময় এলাকার সুধী সমাজ ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্হিত ছিলেন এবং সুন্দর পরিবেশে হত দরিদ্রদের মাঝে চাউল নিজ কার্যালয় হতে বিতরন করেন থাকেন।