ইসমাইল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়িয়া ১১ রাধা কানাই ইউনিয়নের দবরদস্তা গ্রামের সাবেক মেম্বার আব্দুর রশিদ মন্ডল কে নির্মম নিশংস পৈশাচিক হত্যা কাণ্ডের প্রতিবাদে ফুঁসে উঠেছে,জন পথ। উক্ত প্রতিবাদে হাজার হাজার ছাত্র কৃষক,নারী শিশু জনতা গত ২৮ অক্টোবর ২০২০ ইং তারিখ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মানববন্ধন কর্ম সূচী পালন করেন I
সমাবেশে বক্তব্য রাখেন ১১নং রাধাকানাই চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিমুল তরফদার ,৬ নং ফুলবাড়ীয়া ইউ: চেয়ারম্যান জয়নাল আবেদিন(বাদল)মুক্তিযুদ্ধা ও সাবেক চেয়ারম্যান খায়ের , রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক , সাংবাদিক গোলাম রব্বানী সবুজ চৌধুরী,নিহতের,স্ত্রী স্বজনেরা,ছোট ছেলে,মাসুম সহ অনেকে বক্তব্য রাখেন। হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবীতে মন্ডলের বড় ছেলে প্রতিবাদ মানববন্ধনে অংশ গ্রহণ করেছেন।
Leave a Reply