রেখা মনি, নিজস্ব প্রতিবেদকঃ
Facebook Twitter Instagram share
গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীতে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা তিন বোন ও কলেজছাত্রী বলে জানা গেছে।
মঙ্গলবার (১৮ মে) বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সাঘাটার ফায়ার সার্ভিস।
Surjodoy.com
সাঘাটার ফায়ার সার্ভিস কর্মী জানান, বিকেলে সাঘাটা থানার সামনে চকপাড়া গ্রামে যমুনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
The Daily surjodoy
নিহতরা হলেন- বিথি, রিতু, ও ফাতেমা। বিথি ও রিতু আপন দুই বোন এবং তাদের মামাতো বোন ফাতেমা রংপুরের বাবুপাড়া থেকে সাঘাটার কচুয়ায় আত্মীয়ের বাড়ি বেড়াতে আসে। তারা তিনজনই কলেজছাত্রী। তারা শখ করে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন।