বেনাপোল যশোরঃ
অত্যাধুনিক ৫টি মোবাইল সেটসহ তারেক হোসেন (২৪) নামে একটি রেস্তোরা বাবুর্চিকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। তারেক বাঘারপাড়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের এলাহী মোল্লার ছেলে।ডিবি পুলিশ এই চোরাই মোবাইল ফোন উদ্ধার করতে গিয়ে চুরির অভিনব পন্থাও খুঁজে পান।বাবুর্চি তারেকই তার দুই পরিচিত চোরকে দিয়ে নিজেরটাসহ ৫ সহকর্মীর মোবাইল ফোন চুরি করায়।ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানিয়েছেন, তারেক শহরের সিটি প্লাজায় ক্যাফে ডে লাইটের বাবুর্চি। ওই রেস্তােরা মালিকের ঘোপ সেন্ট্রাল রোডের আজাদের বাড়ির নিচতলায় একটি ফাস্টফুডের কারখানা আছে।ওই কারাখানায় থাকতো তারেকসহ ৬জন স্টাফ. ১৫/১৬ দিন আগে তার ভাগ্নে শাকিল ও সুমন নামে আরো এক চিহ্নিত চোরকে দিয়ে ৫ সহকর্মীর মোবাইল ফোন চুরি করায়।তারেক নিজের মোবাইল ফোনসেটটিও চুরি করায় যাতে কেউ তাকে চোর সন্দেহ করতে না পারে। একের পর এক ফোন সেট চুরি হওয়ায় ডিবি পুলিশ অনুসন্ধান চালায়. পরে এই ঘটনা তদন্ত করতে যেয়ে.গোপন সংবাদের ভিত্তিতে পুলেরহাট থেকে চুরির মূল হোতা তারেককে আটক করা হয়।এবং তার কাছ থেকে ৫ সহকর্মীর ৫টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..