হাবিবুর রহমান হবি,যশোর
যশোরে সমবায় দিবস উদযাপন‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ স্লোগানে যশোরে উদযাপিত হলো ৪৯তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে জেলা সমবায় অফিসের উদ্যোগে সকাল ১০টায় কালেক্টরেট সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন। প্রধান অতিথি ছিলেন যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হুসাইন শওকত। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমবায় কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক।
সভায় সমবায়ীদের মধ্যে বক্তৃতা করেন জেলা সমবায় ইউনিয়নের সম্পাদক সাঈদুর রহমান, বাংলাদেশ কোঅপারেটিভ ইন্স্যুরেন্স লিমিটেডের সদস্য অ্যাডভোকেট আবু সেলিম রানা, মোমিননগর সমবায় শিল্প ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হোসেন মিঠু, যশোর জেলা উইমেন বিউটি পার্লার সমবায় সমিতির সভাপতি সুফিয়া মাহমুদ রেখা, সিটিজেন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি ওয়াহিদুজ্জামান, যশোর ভূমি উন্নয়ন ব্যাংকের সহসভাপতি আহাদুল ইসলাম, যশোর টাইলস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শেখ জাহিদুর রহমান, আস্থা
বহুমুখী সমবায় সমিতির কর্মকর্তা জিনাত নার্গিস ও বিশিষ্ট সমবায়ী সাইফুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও তার পরিবার এবং সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরজাহান ইসলামনীরার সুস্থতা কামনা করা হয়।
Leave a Reply