যশোর প্রতিনিধিঃ
যশোরে ফেনসিডিলসহ এক ব্যক্তিকে করেছে র্যাব-৬ এর সিপিসি-৩ যশোর ক্যাম্পের সদস্যরা ৫৯ বোতল ফেনসিডিলসহ শরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছেন। শনিবার রাত ৮টার পর শংকরপুর জমাদ্দার পাড়ায় শরিফুলের ঘর থেকে ফেনসিডিলগুলো উদ্ধার ও তাকে আটক করা হয়। আটক শরিফুল ওই এলাকার মৃত আজগর আলী শেখের ছেলে। শরিফুলকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(গ) ধারায় মামলা করা হয়।