কবিতাঃ যাবার বেলা
কলমেঃ সালমা আক্তার প্রমি
আমার যাবার বেলা হল মাগো,
পিছু পিছু তুমি ডেকো না।
তোমার স্নেহের বাঁধন দাও গো খুলে,
আচল দিয়ে জড়িয়ে রেখো না।
আমার যাবার বেলা হল মাগো,
পিছু পিছু তুমি ডেকো না।
শুনছ কি মা তাদের চিৎকার?
ডাকছে জোড়ে জোড়ে আমায়।
তাদের সুরে সুর মিলাব,
পা মিলাব ওই রাস্তায়।
আমার পায়ের শেকল খুলে দাও মা,
তোমার ছেলের সয় না যন্ত্রণা।
আমার যাবার বেলা হল মাগো,
পিছু পিছু তুমি ডেকো না।
কয়লাখনি-বিমান-রেল
বেচছে নেতা মন্ত্রীরা সব।
তোমার ছেলেকে যেতে দাও মা
করতে দাও উচ্চ রব।
তোমার ভয় কি মাগো?
একলা আমি লড়তে পাড়ব না?
আমার যাবার বেলা হল মাগো,
পিছু পিছু তুমি ডেকো না।
দেখনা চেয়ে পথের পানে,
লক্ষ ছেলে ভুখে মরে।
তাদের মুখের ভাত মাগো
কোন রাক্ষসে নিয়েছে কেড়ে?
তোমার ছেলেকে রাজভোগ খাওয়াবে!
ওদের মরণ কি তোমার বুকে শুল ফোটায় না?
আমার যাবার বেলা হল মাগো,
পিছু পিছু তুমি ডেকো না।
শিক্ষা-খাদ্য-বাঁচার অধিকার
ধ্বংস হাসপাতালের বেড।
ওরা লড়ে মা! ওরা মরে মা!
হতে দাও আমাকেও কমরেড।
আমি নাইবা হলাম ভগৎ-ক্ষুদি,
তবুও নিতে দাও ওই রক্ত নিশানা।
আমার যাবার বেলা হল মাগো,
পিছু পিছু তুমি ডেকো না।