রুস্তম আলী, রংপুর
রংপুর নগরীর জিএল রায় রোডে বাবলু নাগ ‘ল’ চেম্বারের শুভ-উদ্বোধন হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু।
সম্মানিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিবিদ শাহাদত হোসেন, রংপুর সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ অধ্যাপক মোজাহার আলী, দৈনিক যুগের আলোর সম্পাদক মমতাজ শিরিন ভরসা, বীর মুক্তিযোদ্ধা রামকৃষ্ণ সোমানী, প্রবীণ সাংবাদিক আব্দুস শাহেদ মন্টু (বড়ভাই), রংপুর আইনজীবী সমিতির প্রবীণ আইনজীবী মাসুম হাসান।
উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাহিগন্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ।
শুভেচ্ছা বক্তৃতা করেন ২৪নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল আলম, রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির মানিক, আইনজীবী খায়রুল ইসলাম বাপ্পী, আইনজীবী ওয়াজিহার রহমান, আইনজীবী স্বপন শহীদুল ইসলাম, সমাজকর্মী সুব্রত সরকার মুকুল, রংপুর পদাতিকের সভাপতি বিজয় প্রসাদ তপু, বাবলু নাগ ‘ল’ চেম্বারের স্বত্বাধিকারী আইনজীবী পলাশ কান্তি নাগ, প্রবেশনার আইনজীবী নন্দিনী দাস। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক আসাদুজ্জামান আফজাল।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সাম্য তরফদার বন্ধন ও আদিত্য দেব রোদ্দুর।
বক্তারা বলেন, সমাজে প্রতিনিয়ত মানুষ অধিকার ও ন্যায় বিচার বঞ্চিত হচ্ছে। একজন আইনজীবী অধিকার বঞ্চিত সেই সকল মানুষদের পাশে দাঁড়াবে এটাই সকলের প্রত্যাশা। আইনজীবী পলাশ কান্তি নাগ পরিচালিত বাবলু নাগ ‘ল’ চেম্বার ন্যায়বিচার প্রার্থী সাধারণ মানুষের ঠিকানা হয়ে উঠুক। বক্তারা, বাবলু নাগ ‘ল’ চেম্বারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে ফিতা কেটে ‘ল’ চেম্বারটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু।