রোস্তম আলী: রংপুর
রংপুর পীরগঞ্জে বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন গুরুতর আহত হয়েছে।
আহতদের পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের মাইকড়গ্রাম মৌজায়।
গ্রামবাসী জানায়, মাইকড়গ্রাম মৌজার মৃত জব্বার হোসেনের পুত্র জাফর আলীর সঙ্গে প্রতিবেশী মমদেল হোসেন বদেল মিয়ার ২৭ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।
এরই সূত্র ধরে গত শনিবার সকালে মমদেল হোসেন বদেল মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বিরোধপূর্ণ ঐ জমি দখলের জন্য গেলে জাফর আলী ও তার পরিবারের লোকজন বাধা দেয়।
এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে জাফর আলী (৬৪), ফজলুল হক (৩০), টুটুল (২৮) ও মমদেল হোসেন বদেল (৫৫) গুরুতর আহত হয়।
এদিকে ক্ষিপ্ত মমদেল হোসেন বদেল মিয়া আরো লোকজন সংগঠিত করে জাফর আলীর বসত বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বাড়ির সীমানা প্রাচীর, রান্নাঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়।
তারা ঘরের বিভিন্ন আসবাবপত্রও ভাংচুর করে। এ ছাড়া দু’টি বাঁশ বাগান ও বিভিন্ন প্রজাতির গাছ কেটে সাবাড় করে দেয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ আহত জাফর আলীর স্ত্রী পাকিজা বেগম বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলো।