রংপুরে কঠোর লকডাউন ;চলছে শহর জুড়ে চেকপোস্ট জরিমানা
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক:
লকডাউনের প্রথম দিনে রংপুরে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী,পুলিশ বিজিবি ও আনসার। শহর জুড়ে চলছে চেকপোস্ট ও জরিমানা।
বৃস্পতিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েনসহ চেকপোস্ট বসানো হয়েছে। সরকারের বিধি-নিষেধ আরোপ ও প্রশাসনের তৎপরতায় নগরীতে বিভিন্ন প্রতিষ্ঠান, শপিংমলসহ দোকানপাট খোলেনি ব্যবসায়ীরা।
অতি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর টহল টিম নগরীসহ উপজেলাগুলোতে লকডাউন বাস্তবায়নে টহল, জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছে।
রংপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ ডাব্লিউ এম রায়হান শাহ্ বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক করোনা সংক্রমণ রোধ ও লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্যবিভাগ কাজ করে যাচ্ছে। কঠোর লকডাউন বাস্তবায়নে রংপুর নগরীতে একটিসহ জেলার আটটি উপজেলায় সেনাবাহিনীর আটটি টহল দল কাজ করছে।
তিনি আরও বলেন, সেনাবাহিনীর একটি দল রিজার্ভ অবস্থায় রয়েছে। ২ প্লাটুন বিজিবি চারটি ভাগে বিভক্ত হয়ে কাজ করছে। এর মধ্যে দুইটি দল সকালে ও দুইটি দল বিকেলে টহল কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া র্যাব ও পুলিশের টহল টিমও জনসমাগম নিয়ন্ত্রণে কাজ করছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ ডাব্লিউ এম রায়হান শাহ্ জানান, রংপুর জেলা প্রশাসনের আট জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রংপুর নগরীতে এবং বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট লকডাউন বাস্তবায়ন করতে কাজ করছে।
বাকী উপজেলাগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারদের (ভূমি) নেতৃত্বে লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply